পুরাতন রাত হয়রে গত।
যাচ্ছে সময় যাচ্ছে যত।
সখির বিদায়ের সময়
ঘনিয়ে আসছে তত।
আজ রাতে সখির বিয়ে।
আমার সখির বিয়ে হবে।
আমার মনের বিরুদ্ধে আর
সখির মনের মত।
উঠবে'রে সূর্য নতুন দিনে।
শুন্য হবে'রে আমার হৃদে।
আমার শান্তি
আমার বসন্ত
আমার সখির
গৃহকোণে
হারিয়ে যাবেরে।
হারিয়ে যাবে
আমার সুখ।
রুপ নিবে।
সখি হারানোর অসুখে।
আমার এতোদিনের আশার
ঘরে বাধলো বাসা হায়
সখি হারা দুঃখ হতাশায়।
সখি এই ভবের খেলাঘরে
থাকো তুমি মহাসুখে।
দুঃখ আজ আমার বক্ষে।
রঙের খেলা করেরে হায় রঙের খেলা করে।
সখি তুমি আদরে থাকো।
তোমার আদরের বরের ঘরে।
পরের ঘরেরে হায় পরের ঘরে।