মন যাহা চায় তাহা কি আর পায়।
মন চায় চাঁদ হতে।
চাঁদনীর আলো দিয়ে প্রিয়তমের বাসর সাজাতে।
ঠিক তখনি মনের আকাশে অমানিশা নেমে আসে।
প্রিয়তম ও বধু হয়
পর মানুষের ঘরে।

মন চায়  প্রিয় তমার প্রিয় ফুল  হতে।
প্রিয় তমের প্রিয় ফুলের
প্রিয় সুভাষ হতে।
ফুল হতে গিয়ে মন
হায় কেবল'ই ভুল হয়ে যায়।

মন চায় -
প্রিয় তমার।
প্রিয় ভুল হতে
প্রিয় তমের প্রিয় ভুলে।
এই অসহায় প্রেম ভিখারী উঠে যায় মৃত্যুর রথে।

মন যাহা চায় তাহা কি আর পায়।
মন পাখি।
পাখি।
হায়-
ভিখারী
মন কেবল হারিয়ে যায় -
মনের অবলীলায়।