ধরো প্রেমে আমরা হেটে চলতেছি -
হেটে চলতেছি
এইসব পৃথিবী মাড়িয়ে!
তারপর চলতে চলতে পৌঁছে গেলাম এক অলীক কল্পনার দেশে।
এবং সেখানে পৌঁছে আমাদের শরীরে আমরা একে অপরকে একে দিলাম এক পবিত্র প্রেমের ছোয়া।
এবং সেই মুহূর্তে কেটে গেলো আমাদের ভ্রম।
আর তখন আমার কানে বেজে উঠলো আদ্বুল আলিমের সেই গানটি -
হলুদিয়া পাখি, সোনারই বরণ
পাখিটি ছাড়িল কে
পাখিটি ছাড়িল কে রে আমার
পাখিটি ছাড়িল কে।
কেউ না জানিল, কেউ না দেখিল,
কেমনে পাখি দিয়াছে ফাঁকি
উইড়া গেল হায় চোখের পলকে
পাখিটি ছাড়িল কে?