পকেটে কিছু কবিতা নিয়ে ঘুরি
ঘুরে বেড়াই-
মূলত টাকা ছাড়া তো কেউ খাবার দেয়না।
ভাবলাম কবিতার বিনিময়ে খাবার পাওয়া যাবে।
কেউ কবিতা নেয়না - গ্রহণ করেনা খাবার দেয়না।
হাজার বছর ধরে এক ক্ষুধার্ত কবি বেকারত্বের কলঙ্ক গায়ে মেখে পৃথিবী মাড়িয়ে বেড়াচ্ছে।
প্রেম তো তারে দূরে সরিয়ে দিলো সেই কবেই-
এখন -
কেউ তারে গ্রহন করেনা কবিতার বিনিময়ে পেট পুরে ক্ষেতে দেয়না।
আব্বায় ঠিকই কইছিলো-
মূলত -
কবিতা কবিরে ভাত দেয়না।
বন্ধু এ কোনো প্রেমের কাহিনি নয়।
জীবনের ঘানি টানতে টানতে আমি হয়রান।
জানিনে - কোন বিষাদের বেলায় জীবনের আয়ু ফুরিয়ে যায়।