আমি এমন একটি মৃত্যু  চাই।
তুমি আমারে দেখতে চাইবে- দেখবে।
আমার নিথর শরীর ছুইতে চাইবে ছুইতে যাইবে - ধরতে গেলেই দেখবে নাই।
পাশান বন্ধু  দেখবে আমার চলে যাওয়া।
হায়রে তোমার নির্মম চাওয়া।
আমি চলে যাই।