একটা নির্জন বুক চাই।
একটু নিরিবিলি সুখ চাই।
একটা বিশ্বস্ত  হাত চাই।
একটা দির্ঘ ঘুমোনো'র রাত চাই।

আরও কত কি যে চাই।
আমার শ্রেষ্ঠ  চাওয়া তুমি ।
আমি তোমারে'ই চাই।
আমি হারাতেও জানি
আমি তোমারে হারাইছি।
তুমি  আমার শ্রেষ্ঠ হারানো।
আমি -
আমি  তোমারে হারাই।

তোমারে পাইবা না পাই।
এই এক জীবনে-
তোমার স্মৃতি আকরে'ই
ছন্নছাড়া এই আমি।
বিষন্ন বিষাদের রাত কাটাই।