আমাকে মারলে আমাদের মারলে আমি ও মরবো আমরা মরবো  আমি ও মারবো আমরাও মারবো।
আমাকে জ্বালালে আমাদের  জ্বালালে আমি ও জ্বলবো আমরা জ্বলবো  আমি ও জ্বালাবো আমরাও জ্বালাবো।
তব আমি - আমরা সত্য কথা বলবো
তব আমরা অন্যায় রুখে দিবো
তব আমরা সত্য কথা বলবো।

মুখ চেপে ধরবি ব্যাটা।
মুখ আটকালে'ই ভাবছিস তুই থামবে আমার কথা।
থামবে আমাদের কথা।
ভাবছিস তুই আমি একা।
ভাবছিস তোরা আমরা একা।

নদীমাতৃক দেশ বাংলায়
রক্তের  নদী  বহাবী তোরা
আর কত রক্তের সাগর করবি।
আমার ভাই আমার বোনদের  রক্ত দিয়ে রক্তের হলি খেলবি
ওরে ও সৈরাচারী।
ওরে ও হায়না - হানাদার
ওরে ও রক্ত  চোষা।
রক্ত চোষা।

রক্ত যখন নিবি'ই তোরা।
মোদের রক্ত দেওয়ার আছে ইতিহাস -
মোরা রক্ত দিতে জানি।
তোদের ভয় পাইনে  হানাদার তোদের ভয় পাইনি জানোয়ার।
শক্তি   মোরা শক্ত মোরা - শ্রেষ্ঠ মোরা রক্ত  দিবো
মোরা রক্ত নিতে ও জানি রক্তের খেলা খেলিস যখন মোরা রক্ত নিবোরে মোরাও রক্ত নিবো।

ভাবছিস মোদের থামাবি ভাবছিস মোদের দাবাবী।
এটা যদি ভাবিস তোরা -
ভুলের স্বর্গে করিস বাস
ওরে ও সর্বনাশী।
এবার আমরা তোদের করবোরে সর্বনাশ।

আমার ভাইদের আর কত ফালাবি তোরা লাশ।
ওরে ও সৈরাচারী
এবার   ঘনিয়ে আসছে সময়।
জেনে রাখ এবার তোদের গলায়
পড়বে ফাস -
ওরে ও ফ্যাসিবাদী'র দাশ   আমরা  তোদের পড়াইবো ফাস।

যত পাড়িস চালা গুলি
কত'ই বা আর উড়াবি খুলি।
জেনে রাখ মোর একটি মাথা নয়।
মোদের একটি মাথা নয়।
মোরা একক মোরা একাধিক।
মোরা ক্ষিপ্ত আজ মোরা দিপ্ত আজ।

চির বীর বিদ্রোহ্
যবে না হবে শান্তি
যবে না হবে স্বাধীন
মোরা হবোনা আর ক্ষান্ত
মোরা হবোনা আর শান্ত

মোরা নই আজ ক্লান্ত
মোরা জ্বালাময়ী
মোরা জলন্ত।
মোরা বিদ্রোহী মোরা দিগান্তর মোরা দিগ্বিদিক্‌ মোরা দিক্‌  বিদিক্‌।
মোরা আজ করবো লয়।
মোরা আজ করবো জয়।
মোদের একটি খুলি উড়ে গেলে
মোদের কোটি মাথা
মোদের লক্ষ মাথা
মোদের হাজার মাথা রয়।

মোদের নাই কোনো ভয়
চির বিদ্রোহ
ভেঙ্গেচুরে সব করবো চুরমার লয়।
মোরা করবো স্বাধীন।
মোরা করবো জয়।

তাকিয়ে দেখবে বিশ্ব।
মহা বিদ্রোহ্
মোরা আগুন
মোরা জল
মোরা দাবানল
মোরা শক্তি মোরা বল।

আমরা আজ আজরাইল।
আমরা বীর ভয়ানক।
ওরে ও রক্ত খেকো জানোয়ারের দল।
তোরা দেখবি এবার আমাদের ভয়ানক ছল।

আমরা তোদের করবো
এবার ছিন্নভিন্ন।
বিকলাঙ্গ করবোরে বিকল।

মোরা আজ স্বাধীনতা চাই
মোরা স্বাধীন।
স্বাধীন দেশে থাকবোনাকো আর পরাধীন।

মোরা অগ্নিশিখা
মোরা ফিনিক্স
আগুন  পাখি
মোরা রক্ত দিয়ে
দেশ করি স্বাধীন
স্বাধীন দেশের পতাকা আখি।
মোরা আজ গড়বো স্বদেশ
ওরে আজ তোদের করবোরে শেষ।

মোরা মহা বীর
মোরা মহা বিদ্রোহী

মোরা মহা বিস্ময়
মোরা  বীর
মোরা বীরশ্রেষ্ঠ
মোরা-
আজ তোদের করবো'রে নিঃস্ব।