কতকাল নিজেরে নিজে দিয়েছি ফাঁকি।
কতকাল কারে যেনো এঁকেছি।
পৃথিবীর বুকে আমি অভিশাপ আঁকি।
কতকাল - কতকাল শূন্যতার বুকে - নিঃশ্ব - সঞ্চার ক্ষুধার্ত জানোয়ার আমি হিংস্র  হয়ে থাকি।
অকালে কতকাল গুনতে গুনতে অখিলেশ ঝরে  যায় - ঝরে যাক।
পেকিস পৃথিবী মরে যাক।
চিরকাল যে ক্ষুধার বুকে মৃত্যু  আঁকে।
সে মরেনি!
তার এখন মৃত্যুর বাকি।