খোদাঁ আমার দেহে্ বক্ষ নামক অদ্ভুত একটা পৃথিবী দিলেন -
আর সেখানে বসাবস করার জন্য সৃষ্টি করে দিলেন
হাজারো দুঃখ স্মৃতি অপমান লাঞ্ছনা বঞ্ছনা -
খোদার নির্দেশে এখন আমি তাদের পুষি-
যেভাবে দুধকলা দিয়ে কালসাপ পোষা হয়।
এখন তারা আমার প্রসাদ খেয়ে আমার কাছে থেকে আমারে'ই ঠোকরায়-
খোদা আমারে এতো ধৈর্য দিলেন যেনো আমার মহত্তে আগ্নেয়গিরি'র দাবানলে সব জ্বালায়ে পোড়ায়ে ছারখার করে দিলে ও আমি সহ্য করতে পারবো-
খোদা আপনার আদেশ পালন করতে করতে এখন যেনো আমার আপনার কাছে আশার'ই সময় হয়ে যাচ্ছে -
এখন বলেন খোদা কী করি আমি ।-