কেউ একজন ছিলো পুরো হৃদয় জুড়ে।
কেউ একজন ছিলো- কেউ একজন ছিলো
সে'যে ছিলো এক মায়াবী  রানী
তার মায়ায় এখন আমি আজন্মের দুঃখের বোঝা টানি।

কেউ একজন ছিলো -
যে ছিলো জীবন জুড়ে
তার জন্য'ই আমার এতো মন পুড়ে।

কেউ একজন ছিলো - কেউ একজন ছিলো।
সে ছিলো আমার জগৎ জুড়ে
তার জন্য'ই এখন আমি এই ভবে
ভবঘুরে।

কেউ একজন ছিলো -
সে ছিলো আমার প্রেম আশা
তার জন্য'ই আমার এতো হাহাকার ভালোবাসা।

কেউ একজন ছিলো - কেউ একজন ছিলো।
সে ছিলো আমার প্রেম নেশা
তার দেয়া দুঃখে আমি দুঃখ মানব।
এখন  দুঃখ'ই যেনো  আমার মহান পেশা।

কেউ একজন ছিলো
সে'যে ছিলো আমার
মনোহারিনী-
অল্প ভালোবাইসা সে মোর হৃদয় ধরলো -
অথচ এক পৃথ্বী ভালোবাইসা ও তার মন আমি ধরতে পেরেও বিষাদে ধরিনি।

কেউ একজন ছিলো - কেউ একজন ছিলো।
সে ছিলো আমার স্মৃতি চারিনি
মায়া দেখায়ে সে আমার মন কারলো - পুরো জীবন হতাশা দিয়ে ধরলো।
মোর এই মহা জীবন দুঃখের ভিতর ছেড়ে দিলো নেরে দিলো নারলো।
এক আকাশ ভালোবাসা দিয়ে ও তার মায়ার হাতটিও আমি ধরতে যেয়ে ও ধরিনি।
হায়রে আমার সপ্ন বিলাস
সপ্ন চারিনি।
সখি ভালোবেসে তার হাতটিও আমি ধরিনি।

কেউ একজন ছিলো।
সে কেরে নিতো আমার মন।মন-কারা
দিন যায় রাত যায় তার বিরহে সমাহিত আমি বাচিনা হায় তারে ছাড়া।

কেউ একজন ছিলো - কেউ একজন ছিলো।
সে ছিলো - কে ছিলো হায় কে ছিলো কতদূর ছিলো।
সখি পাশানি আমার প্রেম আয়ু কেরে নিলো।