আমাকে কেউ ভালোবাসেনি।
ভালোবেসে কাছে ডাকেনি।
কাছে রাখেনি।
অভাবের দিনে।
মায়া দেখিয়ে।
দুই বাহু দিয়ে এই ক্লান্ত জরাজীর্ণ শরীর'টাকে দু'দণ্ড জড়ায়ে রাখেনি।
বলেনি ধুর বোকা ভাবিসনে এই চেয়ে দেখ আছি'তো আমি তোর সঙ্গে।
তোর'ই থেকে যাবো সারাজীবন ধরে।
যুগ যুগান্তরে।
দির্ঘ নিঃসঙ্গতায় কেউ এই নির্মম ললাটে চুমি একে সঙ্গ দেয়নি।
জীবনে বহুবার ছলনাময়ীদের ছলনার স্বীকার হইছি।
বহুরুপীদের সাত রঙা রুপ দেখছি।
দেখেছি তাদের ছলাকলা।
একটু ভালোবাসা পেলে'ই আটকে থাকতে চেয়েছি।
অস্তিত্ব হারাতে চেয়েছি
চেয়েছি বাকি জীবন তাহার কাছে'ই কাটিয়ে দিতে।
সেই -
ভালোবাসা চেয়েও আর পেলাম কই -পাইনি।
অত পর ভালোবাসা চেয়েও আর চাইনি।