কোথাও কেউ নেই।
কিছু নেই।
দাম নেই-
দর নেই
বলা নেই
কওয়া নেই।
আজকাল বলা কওয়া ছাড়া'ই।
মনের ভিতর বেদনার বৃষ্টি
হয়।
চোখের ভিতর স্রোত হয়ে
বিষাদ গলে বেয়ে বেয়ে পরে।
বুকের ভিতর দাবানল জ্বলে উঠে।
এসব আমি কারে কবো।
কে দেখবে।
কেউ কোথাও নেই।
কেউ আমার নই।
আমার।
আমার কেউ নেই।
কিছু'ই নেই আমার।
বিচ্ছেদ বিরহ্ 'অভাব' নিঃসঙ্গতা - বেকারত্বে
একটা জীবন ধুকে ধুকে বাচে।
তবুও দেখার কেউ নেই।
কেউ ছিলোনা আমার কখনও।
কিছু নেই।
কেউ থাকেনা।
কেবল আমার দুঃখ' অবিদ্যমানতা' আর আমি ছাড়া কিছু'ই
আমার নেই।