যে চলে যায় সে কি আর ফিরে আসে?
স্মৃতি পালক ফেলে হায়
মায়ার পাখি বাসা ভেঙ্গে চলে যায়!

যে চলে যায় সে কি আর ফিরে আসে!
ফিরে আসার জন্য'ই কি চলে যায়?

জীবন মাঝি জীবন নদীর উজান ভাটে-
জীবনের নৌকা বেয়ে চলে হায়-
কুল নাহি পায়।

যে চলে যায়।
সে কি আর ফিরে আসে?
আসেনা।
সেতো আর আসেনা হৃদয় ঘাটের তীরে!
বারে বারে'ই সে সখি হাড়িয়ে যায়।
যে চলে যায় সে'কি আর আসে ফিরে?
শকুন পাখি হারিয়ে যায়।
মড়কে'র ভীড়ে!