তোমার দেয়া এক একটি দুঃখে হয়ে উঠি আমি-এক একটা বিষাদের হেলাল হাফিজ
আফসোস -
অথচ
তুমি আমার এতো ভালোবাসা পেয়েও একটা বার -
হয়ে উঠলেনা হেলেন।
এখন তোমার সুখের সংসার -
দিব্যি সংসার করে বেড়াচ্ছ।
তোমারে আর পায় কে?