বিধ্বস্ত হে ম্লান!
ঘোর দুপুরে - ঘুঘু ডাকা মন নিয়ে কোনো ভাবে বেঁচে থাকা যায়-
তবুও যেন তোমাকে ছাড়া থাকা যায়না -
সোনা!
এমন বিষাদের দিনে পরভৃত হয়ে সুরেলা কন্ঠে প্রতারণার রেওয়াজ দিয়ে বেড়াও- পাখি!
আমি শুধু শুনি নেই নেই নেই-
আজকাল খুব জানতে ইচ্ছে করে!
তোমার অন্য পুরুষদেরও কি আমার মতো একই দশা?
মৃদু হাওয়ায় মৃত্যু ভাসে-
যদিও-
এখন আমি রোড হয়ে থাকি!
দ্রুতগামী বিষাদ হাওয়ার গাড়ি হয়ে চলে যায়।
উঁকি দেই-
জানতে পারি বেঞ্চে তুমি তাদের সাথে-
তুমি তোমার পুরুষদের সাথে আড্ডায় মত্ত-
অস্তির সঙ্গম!
হে ম্লান তুমি বিধ্বস্ত হয়ে যাও!
আমি শুধু শুনে যাই - দেখে যাই - দেখে যাই-
নিবৃত্তি আহারে!
সে-কি অলৌকিক গাড়ি চলে যায়!
সেও চলে যায়!
হাহাকার!
ধুলি হয়ে উড়ে যায় আহা জীবন।
ধূসর -
হে নির্মমতা!
জানতে ইচ্ছে করে
প্রবঞ্চনা'
প্রত্যেয়ে
তবু কি আমরা আদৌ ছিলাম?
কখনও কোনো হর্ষে-
কোনো অভিজাত্যের প্রেমে!