খুব সুখী আছি!
নিবৃত্তে বঞ্চনার প্রেমে যে তোমারে চেয়ে ও পেলো না।
তার এরচেয়ে আর কি সুখ হতে পারে?
খুব সুখেই আছি!
শুশ্রূষা!
চির নিদ্রায় চায় আমারে।
আমারে চায় জল বিহীন মাছ!
আমারে চায় পাতা ঝরা গাছ।
আজকাল ওরা আমার বন্ধু হতে চায় -
ওরা বলে আমি ওদেরই সঙ্গী।
আমি ও তাই বলি আমি ও চাই ওদের।
এইতো বেশ সুখেই আছি।
এরচেয়ে আর কি ভালো সুখ হতে পারে বন্ধু !
তুমি কি জানো?
ধীর - স্থির হও!
অহংকার কোরোনা সাথী -
এই যে তোমায় ছাড়া থাকতে শিখে গেছি -
ঝরে পরা ফুল।
আমের মুকুল!
দ্যাখো-
একবার জিঙ্গেস কোরে দ্যাখো!
সুনিপুণ-
বলবো আছি আছি বেশ আছি।
এই যে দ্যাখো তোমায় ছাড়া বেশ থাকছি চলে যাও
বিভীষিকা সুন্দর!
এত সুনিবিড় চলে যাওয়া-
এত সুন্দর সমরে চলে যাচ্ছি!
চলে যেতে হয় বলে।
অহংকার কোরোনা সাথী-
ভালো থেকো-
তুমি ও চলে যাও!