চলে যাও তুমি -
শুন্য মরুভুমি।
চলে যাও আলোকে বানিয়ে আধার ।
সখি-
আমি চক্ষু মেলে দেখি।
এক পাষানী'র নিষ্ঠুর দিদার।
চলে যাও তুমি।
শুন্য মন মরুভুমি।
বিদায় বেলায় সখি।
দেখিরে আমি দেখি।
সুখ কুড়ানো এক পাখি।
কুড়িয়ে নিচ্ছে এক প্রেম ভিখারির সুখ।
দিয়ে অজস্র বেদনা বিরহে্র অসুখ ।
সখি জনম দুঃখী আমি-
আমি কেবল সখি হারা দুঃখ'ই দেখি।
সখি চলে যাও তুমি।
দুখিনীরে কে দিবে প্রেম।
বলো আর কে খাবে ভালোবেসে ললাটে চুমি।
সখি তোমার বিদায় বেলায়
এই ভবের রঙ্গিন হেলায়।
মন যে ভাঙ্গে- মন যে কাদে।
এ কেমন খেলারে মন-
মনের ঘরে দুঃখ ব্যস্ত
নানান রঙের দুঃখের খেলায়।
সখি এই দুঃখের মিলন মেলায়।
কে তোমারে সুখ বিলায় -
বিষাদের এই বিষন্ন বেলায়।
দুখিনির এই দুঃখের বেলায়
যে তোমারে সুখ বিলায়।
সেওযে দুখী হয়রে সখী সেওযে দুখী হয়।
সখি তুমি চলে যাও-
যত পারো দুখীনিরে দুঃখ দাও।
দুঃখ বিলাও।
সখি তুমি চলে যাও।
চলে যাইবা।
তব - অদূরে আমি ও হারিয়ে যাই।
হারিয়ে গেলেম।
সখা-
তব -
এই ভবে হেথা।
আমি হলেম দুঃখের দুখী ভাই.
দুঃখের সাথে সংসার করি।
সংক্ষিপ্ত জীবনে দুঃখ ছাড়া।
আর যে কিছু'ই আমার নাই।
সখি তুমি চলে যাও।
চলে যাইবা -
আজি বা কাল।
হায়রে আমারি হলো পোড়া কপাল।
সখি-
পোড়া কপালে
হায় -
সুখের লাগর নাহি পায়।
দুখিনী দুঃখকে করে বরন।
মইরা মইরা বাইচা থাকে।
আজন্মের মরন।
সখি তুমি চলে যাও।
হায় সখি তোমার যে বিদায়।
বিদায় সখি।
বিদায় বন্ধু ।
হৃদয় ছিরে যাওগো তুমি
বিদায় সখি।
বিদায় বন্ধু - বন্ধু'গো বিদায়।