আমাকে ভালোবাসেনি কোনো মানবী
কোনো নারীকুল।
আমাকে বন্দনা করেনি'কো - কোনো ফুল
আমি  অনিঃশেষ  একা।
আমাকে সর্বদাই বন্দনা করেছে ভুল।