আমি নই কোনো প্রতারক
আমি নই কোনো প্রতারণাকারী
তবু পাখী তুমি  কেন চলে যাও -
কেন বারবার এই পিঞ্জর ভেঙ্গে যাও - তোমার বুজি প্রতারণা ভালো লাগে -
মায়ার খাচায় বন্দি পাখি - তুমি কেন খোলা আকাশে মুক্তি চাও- আমি তো এমনি তোমাকে ভালোবাসায় মুক্তি রাখি-
তুমি কি আমার ভালোবাসায় অবগত নও - পিঞ্জরার পাখি তোমার বুজি খোলা আকাশ ভালো লাগে।
তোমার বুজি ওইসব নোংরা আকাশ বাতাস ভালো লাগে।
    বেদনার চোখে কোনো শোক নয় শুধু  আমার মৃত্যু  আর তোমার চলে যাওয়ার  প্রতারণা দেখতে পাই।
চলে যাইবা যেহেতু  পাখি তুমি চলে যাও-
এতো বিরহ্ এতো বিষাদ নিয়ে আমি শুধু  মরে যাই -
আমি শুধু'ই মরে যাই।