ছুটির ঘন্টা পিটিয়ে আমাদের একঝাঁক শৈশব তাড়িয়ে দিছিলো এক সৈরাচার দপ্তরি।
বুজিনি শৈশবকে সঙ্গ দিয়ে হারিয়ে গেছে তখন সমৃদ্ধি শান্তি।
এখন জীবন আমার কলার চেপে ধরে বাস্তবতা শেখায়।
একুশে আমি - আমিই কি জানি?
জীবনের মানি!
প্রেমিকা বেকারত্বের ছুতোয় প্রেম কলঙ্ক গায়ে মাখিয়ে দিয়ে দ্বিতীয় পক্ষের সাথে চলে যায় দূর অগোচরে।
একাকিত্ব আমাকে করতলে বিরহের ইঙ্গিত দিয়ে যায় প্রতিনিয়ত।
আমাকে একান্তে বেকারত্ব নির্মম মৃত্যুক্ষুধা'র হাতছানি দিয়ে যায় ।
নিদ্রাহীন রাত আমার চোখে একেঁ দেয় ডার্ক সার্কেল।
ওহে হতচ্ছাড়া জীবন আমাকে মাফ করুণ।
আর কত বসন্ত আমাকে অভাবের যন্ত্রণা দিয়ে-
মুক্তি দিবেন?
প্রিয়-
প্রাণধারণ আর কত দিবস আমাকে বিষাদের বিভাবসু'তে পুড়িয়ে !
বাজাইবা তুমি বিদায়ের ঘন্টা?