জীবনের যাবতীয় সব গান শেষ হলে - সব প্রেম শেষ হলে -
আমি  কেবল আমার মৃত্যু  কামনা করবো।
আমি ফুরিয়ে গেলে- আমার লাশের পাশে বসে অথবা আমাদের  প্রেম চারণ করে প্রিয়তমা তুমি কেদোনা।
তুমি বরং সেদিন লালশাড়ি পরে কপালে টিপ দিয়ে চোখে কাজল দিয়ে সেদিন রাতে তোমার স্বামীর সামনে দাড়ায়ো একটি সুখময় রাত কাটিয়ে আমার মৃত্যু  আনন্দ যাপন করিয়ো।

সেদিন আমি হারাবার কথা শুনে তাঁহারা নাহয় মিটিমিটি হাসুক।
চাদঁ - চাঁদনী তারার সাথে মিলে একটা হাশি তামাশার আড্ডা দিয়ে ফেলুক।

বৃষ্টির ন্যাকা কান্না পছন্দ করিনা।
আমি হারাবার শোকে সেদিন বৃষ্টিরা না কাদুক।
সাগর অভিমানে তুফান না তুলুক নিম্মচাপ - লগুচাপ অথবা ঘূর্ণিঝড় সৃষ্টি না হোক।

সন্তান হারানোর বেদনায় আমার বাবার  চিৎকারে আল্লাহর আরশ পযর্ন্ত কেপে না উঠুক।
আমার ভাইয়ের ভাই হারানো বেদনা দেখে বাতাসে অদ্ভূত ভাবে আর হাহাকার না করুক।
এবং আমার আম্মার কান্না দেখে মাটিতে কম্পন না করুক -
পৃথিবীতে আর এইসব বিড়ম্বনার ভূমিকম্প না হোক।