তোমারে খুঁজতে খুঁজতে কখন যে আমি নিজেরে'ই নিজে হাড়িয়ে ফেলছি প্রিয়তম বুজতে পাড়িনি।
আমি বুজিনি তুমি উড়ে যাওয়া ছাই-
ধরতে গিয়ে দেখি কোথাও কোন প্রান্তে নাই।
পুড়ো একটা পৃথিবী চলমান আছে-
তবু তুমি থেকে ও যেনো আমার নাই-
তবে কোথাও কি ছিলেনা আমার-
কিছু'ই কি ছিলেনা-
আমারে উড়িয়ে দিলে সিগারেটের ধোয়া করে।
আমার দেহখান'রে জীবিত মৃত্যু ঘোষণা করে-
পরান'টারে দাবানলের দহনে জ্বালিয়ে দিলে।
মোর চক্ষে নীল দরিয়া বানায়ে দুঃখের প্লাব উঠিয়ে বন্যা বিলাস করে তুমি ভেসে গেলা-
তোমারে হারায়ে ফেলেছি আমি -
যেভাবে মানব দেহ থেকে তাহার আত্মা হারায়ে যায়-
তোমার অনুপস্থিতিতে আমি অচল পয়সা হয়ে পইড়া আছি-
যেভাবে আত্মা ছাড়া মানব দেহ্ পইড়া থাকে-
তুমি হারিয়ে গেছো-
আমারে হারায়ে দিয়ে-
তুমি হারায়ে গেছো-
মোর চিত্তে চিতার আগুন লাগায়ে দিয়ে -
তুমি হারায়ে গেছো-
প্রিয়তম তুমি হারায়ে গেছো।