আয়ু-
তারপর এইসব ভালোবাসা হয়ে যায় ফিকে-
মরিচীকা ক্ষান্ত এই হৃদয় শান্তির খোঁজে ছুটে যায়  মৃত্যুর  দিকে!

হাহাকার!

চেয়ে দ‍্যাখো-
বিভীষিকা জীবনের সবই যেন ফিকে।

জীবন যাচ্ছো কোন দিকে?

আমি সর্বহারা-
পৃথিবীর সব দুর্বিষহ যাপন আমার।
ধূসর এই সব ভালোবাসা-

পৃথিবীর সব আজ ফিকে!

বিষন্ন বিপন্ন এই জীবন-
শ্রান্ত পৃথিবীর এইসব রাস্তা
চলিতে আজ দুষ্কর!

জীবনের স্রোত যাচ্ছো কোন দিকে?

হে -
   কবি দ‍্যাখো দ‍্যাখো চেয়ে দ‍্যাখো।
   নিরর্থক পৃথিবীর সব আজ ফিকে!