খোদার উপর সংশয় আমার ছিল না কখনোই, সংশয় আমার তাঁর সৃষ্টির মাঝে
যাদের সৃষ্টি তাঁর ইবাদতের জন্য তারা যে মেতেছে ধ্বংস নাচে ।।
শিঙ্গা হাতে হাসে ইসরাফিল বলে দেখতে চাইলে ধ্বংস, চলতে থাক শয়তানের সাজে
ধ্বংস যখন নামবে ধরায় কাঁপবে মাটি, ভাঙবে ভ্রম তোমাদের মৃত্যু হয়ে।।
আমিও মেতেছি ধ্বংসে নিজেকে মস্তিষ্ক পুড়িয়ে কিছু সুখের খোঁজে
ভুলেছি আমি সমাজ যেখানে স্বার্থ রক্ষায় মানুষ ধর্ম বেঁচে।।
আমি খুঁজেছি তোমায় হে খোদা আমি খুঁজেছি তোমায় তোমার সব সৃষ্টি মাঝে
চেয়েছে তোমার আরশ এ অধম প্রতিটি মুহূর্তে নতজানু মনে।।