দোজখের পাখিরাও ঘরে ফিরে গিয়েছে ফিরতে পারোনি শুধু তুমি
পথের ফকিরও ফুটপাত দখলে নিয়েছে গৃহহারা কেবল তুমিই।।

এ নির্জন রাতে সময় পেলে তুমি চেয়ে দেখো ঐ দূরের ল্যাম্পপোস্টায়
কি দেখতে পাও?
দেখবে সেখানে কিছু নাম না জানা পতঙ্গ উড়ে ফিরছে বিভ্রান্তির ঘোড়ে।

তুমিও ঠিক তেমনি এক পথিক
তুমি আলোর পিছু উড়ে চলেছ তবে ক্লান্ত হয়ে আবার আঁধারেই পথ খুঁজছো।

এ আঁধার তোমার সাথী হয়ে থাকবে চিরকাল
এ আঁধারকে তুমি ভুলো না।
এ আঁধার আছে বলেই তুমি আলো ছড়িয়ে পথে হেটে যাও
এটা কী কখনো ভাবো না?