প্রিয় সিগারেট,
প্রতি টানে আরও কাছো চলে আসো আমার, ধোঁয়ার ক্যানভাসে ভাসে কিছু ধূসর অতীত
মাথাটা ধরে কিছুটা ঠিকই তবে ছেড়ে যেতে দেওনা তুমি, চোখে ভাসে সব অদ্ভুত রঙিন ছবি।।
এ ধোঁয়া চলে যাক আমার অন্তরের গহীনে যেখানে আছে অল্প কিছু প্রাণ বন্দী
এ বাহানায় আরেকটা শ্বাস আমি নিয়ে নেব,নয়তো হতাম কবেই অতীত।।

নিশ্বাসে তুমি এইমাত্র এসে বসেছো শুনো তবে,
হারিয়েছে সব ক্ষুধা সে কবেই তবু খেয়ে নেয় মাঝেমাঝে শুধু তোমাকে দেখার জন্যই
বেঁচে থাকা তো সে কবেই ছেড়ে দিয়েছে, বেঁচে আছে তোমার নিঃশ্বাসের জন্যেই।।
ঘ্রাণ তোমার লেগে থাকে মোর শরীরে যে ঘ্রাণ নিয়ে সবাই যত কুৎসা রটনায় ব্যস্ত
তারা যে বোঝেনা এ ঘ্রাণ যে তোমার অন্তরের পরিচয় আর কিছু আবেগময় পরিনয়।।

এখনি শেষ হইয়ো না শুনে যাও আমার শেষ কথাগুলো
কেউ হয়তো বলেছিল "ভালোবাসা হয় মহান যখন তা বিচ্ছেদই শেষ হয়"
আমাদের ক্ষেত্রে তুমিও শেষ হও আমিও নিঃশেষ হই,এরাত তবু অতীতেই পড়ে রয়।।
আমি  দেশলাইকে কি ছুঁয়ে নেই তুমি যে রেগে আগুন হও,আবার তোমাকে ঠোঁটে ছোঁয়াতেই পুড়ে ছাই হও
মাঝে যত দুঃখ আমার সব তোমার হয়,ভালোবাসায় তোমার আমার রক্তে জমাট রয়।।