আজ তোমাদের এক শিশুর গল্প শোনাব,নাম তার ইয়াসমিন
সে যে বলেছে আমায় তার প্রিয় দেশের গল্প,দেশ তার "ফিলিস্তিন "।।
সে দেখেছে নিরেট গোলার আঘতে ধুলোয় মিশে যেতে লাখো স্বপ্ন
সে অনুভব করেছে বোমার স্ফিংটারে কত যন্ত্রণা,কত গভীর যে সে ক্ষত।।
সে শুনেছে তার মতো লাখো শিশুর কান্না,শক্ত কংক্রিটে চাপা পড়েছে কত মায়ের স্নেহ
সে দেখেছে প্লাস্টিক বেগে কেজি দরে ঘরে ফিরে এসেছে কত নিষ্পাপের মৃতদেহ।।
সে দেখেছে শত ধর্ষিতা নারীর সম্ভ্রম হারানো নগ্ন জীর্ণদেহ।।
সে দেখেছে এক পিতার মৃত সন্তানকে কোলে নিয়ে বুকফাটা আর্তনাত
সে দেখেছে প্রাণহীন শহরে অনাহারে, অবহেলায় শরনার্থীদের দিন নিপাত।।
সে দেখেছে তার মাতৃভূমির বক্ষ ছিড়ে গড়ে ওঠা গণকবরে সারিবদ্ধ লাশ
সে দেখেছে কিছু মানুষ রূপে কলঙ্ক, নরপিশাচের অনুতাপহীন অট্টহাস।।
আমি ধিক্কার জানাই তোমাদের লোকদেখানো মানবিকতাকে
আমি ধিক্কার জানাই তোমাদের বিকলাঙ্গ সংস্থার নীর্লিপ্তাকে।।
ধিক্কার জানায় এমন লাখো ইয়াসমিন তোমাদের ভূরাজনৈতিক গনহত্যার চাষকে
থুথু ছুড়ে তোমাদের এ পচা গলা দুর্গন্ধময় বিবেকের মৃত লাশকে।।