তোমার জন্য তুলে রাখা আছে কিছু নষ্ট ভালোবাসা আর নেশায় বুঁদ আমার দুচোখ
গত রাতে চলে গিয়েছিলাম বলে তোমার ঠোঁটে জমেছে যে ক্ষোভ তা অমর হোক।
শেষ বর্ষায় কুড়োনো কদম ফুলে আছে তোমার সুবাস আর আমার পুরনো মোহ
আমার স্পর্শের রংতুলি রাঙায়ে দেক তোমায়, পাপের হিসাবে ভারী ফেরেশতাদের নোটবুক।।

আমায় খুঁজে পাবেনা তোমরা আর,আমি যে হারিয়েছি নিজেকে,অন্তরে জন্মায় কামের লোভ
আজ কবির মনে বিষাদ সব করেছে আত্মহত্যা, বিষাদের কবর তাদের মনে যারা দেখেনি তোমার এ রূপ।।
মিথ্যে বলিনা প্রিয়তমা,খোদার ভয় যে আছে আমার তবে তোমায় বলেছি বহুবার
কেননা তোমার জন্য তুলে রেখেছি কিছু নষ্ট ভালোবাসা আর নেশায় বুঁদ আমার দুচোখ।।