এ গুমোট উষ্ণতায় সীমাহীন অসস্তিতে নিজের মস্তিষ্কের এ বদ্ধ ধোঁয়াভরা কাল্পনিক ঘরে তুমি সাজিয়ে বসেছো হাজারো অবান্তরের ক্যানভাস।
এ বিমর্ষ বিকেলে অন্তহীন নিঃসঙ্গতায় ঘৃণার আগুনে জ্বালানো এ সিগারেট যেন তোমার শেষ সঙ্গী, আর তুমি তার অতিপ্রিয় সেই নিষিদ্ধ "কাগজের এশট্রে"।।
বলতে গেলে এ ঘৃণাও বড়ই এক অদ্ভুত আবেগ, সবকিছু পুড়িয়ে দেয় অথচ নিজেকে পুড়াতে যে তার মানা,নিজের বেলাতেই মৃত্যুভয়ে পলায়ন,ভিন্ন পথে হাঁটা।।
এ নিষ্প্রাণ শুকনো দিনে সূর্যের ক্রোধে সব কিছুই যখন হলো নিঃশেষ তবে কেন এখনো বেঁচে আছে নিজের প্রতি তোমার এ তীব্র ঘৃণার পাপ।।
কিসের অভিযোগে তুমি ছাই করছো নিজেকে হে মৃত্যু পথযাত্রী,কোন ক্ষোভেই বা শেষ করে দিচ্ছো তুমি মুমূর্ষু অনুভূতিগুলোকে?
এ খোদার দেওয়া জীবনে কেন কাটাছেঁড়া কড়ছো নিজ অস্তিত্বকে পৈশাচিক উপভোগে??