এই রাতের শীতল অন্ধকারে কিছু মিথ্যেরা হয় নগ্ন যখন  পচন ধরা ক্ষতে অতীত সব কামস লাভে মগ্ন
তখন আমি থাকি হয়ে নীরব দর্শক, দেখে যাই তোমার বিষাক্ত নাটকের পরাকাষ্ঠার দৃশ্য।।
সময় কত কেটে যাচ্ছে এই পাপের স্পর্শে তবুই এই আসক্তির কাছে হার মেনে ইচ্ছেরা হয় ধ্বংস
আধোআলোতে তুমি কাছে টেনে মিথ্যের স্পর্শে আগুন জ্বালিয়ে করো সব ভস্ম।।

দেখো এই আকাশে আজ কোনো আলো নেই,তা কি অমাবস্যার বাহানায় নাকি আমার মনের ধোয়াশায় ভেবে নিও যদি পারো
ভেবে দেখো  তোমার এই অসীম উষ্ণতায় থেকেও আমি কেন শীতল নিস্তব্ধ,কেন সময় থাকতেও পিছু ফিরে দেখি অসময়ের মৃতদেহ।।

আমি নেই আজ সে যাকে তুমি জড়িয়ে আছো শত আশায় বুক বেধে
আমি নেই আজ সে যে তোমার ঠোঁটের স্পর্শে নিজেকে হারাতো প্রতিরাতে ভালোবাসার অভিলাষে।
আমি হারিয়েছি নিজেকে, হারিয়েছি তোমার 'তুমি'কে বন্দী হয়ে এই সন্ধিচুক্তির প্রতিঘাতে।।