জানি এই সাধুর নগরে তোমাকে ছোঁয়া যে নিষিদ্ধ
তবে নিষেধের প্রতি এ প্রবল টান যে বড়ই দুরারোগ্য।
তাই ফিরে আসি বারবার, তুমিই যে এ রোগের পথ্য
আমার জীবনের রঙ্গমঞ্চে এভাবেই চলুক এ নিষিদ্ধ গল্প।।
আমি স্বপ্ন দেখি তোমায় নিয়ে হে নিষিদ্ধ
যেখানে মিশে যাই আমি তোমার মাঝে
যেন এক খরস্রোতা নদী মিশে শান্ত হ্রদের মাঝে।
যেখানে আমি থাকি তোমার শেষ বিকেলের কল্পনায়
হেটে যাই এক উন্মুক্ত প্রান্তরে আনমনে।
যেখানে ভুল -শুদ্ধের ভেদ পায়ে মাড়িয়ে আত্মার মিলনে
দেহ যে হয় তুচ্ছ।
ভেবে দেখেছ কি কখনো হে নিষিদ্ধ?
দিনশেষে যে তুমি আমি রয়ে যাব হয়ে শুধুই নিষিদ্ধ।।