হে ক্লান্ত পথিক, তুমি ছুটছো কিসের জন্য?
কিসের টানে তুমি সব সম্পর্কের মায়াজাল ছিন্ন করে
ছুটে যাচ্ছো,করছো জীবন বিপন্ন??  
দিনশেষে তুমি কি চাওনা নিজের সব ক্লান্তিকে ঠেলে দিতে কোনো মধ্যরাতের পাশবালিশে?
চাওনা কি ভুলে যেতে সব চেপে থাকা কষ্ট প্রিয় জনের হাসিতে কিংবা মনভোলানো প্রেয়সীর ঘ্রাণে??

আমি কথা বাড়াবো না আর,আমি করবোনা তোমার সময় নষ্ট এ অসীম যাত্রার মাঝে
তবে প্রশ্ন আমার সেই একই,
পথিক তুমি ছুটছো কিসের জন্য??
এ নিঃসঙ্গ কোলাহলে তুমি হয়ত দেখবে অনেক পরিচিত মুখ,যদিও বাস্তবতার এ নিষ্ঠুর নগরে নেই যে কোনো আপন মানুষ নামক ভূত।
তবে কিসের জন্য তুমি ভাবো তাদের জন্য যারা ভেবে দেখেনি তোমার এ শত বছরের ক্লান্তির ক্ষোভ।।

এ পুতুল নাচের মঞ্চে আমরা যে নেচে যাচ্ছি,জানিনা কোন তালে
জানিনা আমরা কবে থামবে এ মৃত্যু লক্ষ্যে নেচে যাওয়া হাজার কোটি পুতুলের নাচ।।
জানে হয়ত সে,জানে সে যার মনোরঞ্জনের জন্য আমাদের এ পুতুলের মৃত্যু যাত্রা।।