এ মস্তিষ্কের অসুখ বহু আগেই কেড়ে নিয়েছে আমায় আমারই কাছ থেকে
এ অসুখ শীঘ্রই কেড়ে নিবে আমায় তোমারও কাছ থেকে।
শীঘ্রই সে জিতে যাবে এই পূর্বনির্ধারিত চাপিয়ে দেওয়া যুদ্ধে
সে যে দখল করে নিয়েছে আমায়,দখল করেছে আমার সব চিন্তাকে।।
এ ধোঁয়াস্নাত ধূসর আয়নায় আমি দেখি জন্ম-মৃত্যুর জটিল প্রহসন
এ শীতল নোংরা মেঝেতে শুয়ে দেখি আসক্তির উত্থান আর আমার পতন।
এই একাকী কোলাহলে দুজন দূরবর্তী মানুষ পাশাপাশি শুয়ে গুনে মুক্তির সময়
এক জনের অন্তরে প্রাণের স্পন্দন, আরেকজনের নিঃশ্বাসে মৃত্যুর গন্ধ।।
এই রাতগুলো ভুলে যাবে তুমি সময়ের সাথে সাথে মেনে নিয়ে নিয়তিকে
হতেও পারে ভুলবে তুমি তা মুক্তি লাভের আনন্দে কিংবা বিয়োগশোকের প্রতিঘাতে।
তবে ভুলবেনা সেই ধূলিকণা গুলো যারা সাক্ষী ছিল সে ঝড়ের
যে ঝড়ে তুমি হারিয়েছিলে তোমাকে,আমি ফিরে পেয়েছিলাম আমাকে।।
যদি পারতাম তবে তাদের দেওয়া সাক্ষ্য আমি কাগজবন্দী করে নিয়ে যেতাম সাথে
তবে আফসোস ইহজগতের সব পড়ে থাকে একাকী অযত্নে।
হয়তো সেই সময়গুলো স্থীর হয়ে কোনোদিন ঝরে যাবে তোমার চোখ থেকে বাষ্প হয়ে
হয়তো তারা নিজেকে বেঁধে নিবে নিজেদের তোমার চুলে মৃত্যু ভয়ে
তবে আমি ফিরে পাবোনা আর আমাকে,ফিরে পাবোনা অতিপ্রিয় তোমাকে।।