বর্ষ পঞ্জিকায় গিয়েছে বছর পাল্টে, তবে কেন পাল্টায় না অনুভূতি?
যেন এই তৃতীয় বিশ্বের পরম হতাশা আর ক্ষোভে লেখা আছে আমাদের শেষ পরিণতি।।
বিষাক্ত রক্ত লেগে আছে তোমার দেওয়া সব শুভ্রতায়, পড়ে আছে ঘৃণার চাদরে ঢেকে নিজেদের, লজ্জা নিবারনের ব্যর্থ চেষ্টায় লিখছে পঙক্তি।।
দিনশেষে ভবঘুরে পাখি সব ঘরে ফিরে, ফিরে না কেবল এ গৃহহীন
ঘর যে তার বিষাদ দেয়ালে বন্দী, প্রাণহীন শীতল রাতগুলো নির্ঘুম অন্তহীন।।
তোমার পাঁজরের পোড়া দাগটা কী জানেনা আমিও যে পুড়ছি প্রতিরাত থেকে ভোরে?
যেমন আমার স্বপ্নেরাও কিছু বোঝে না,আবাস গড়ে আশার তাসের ঘরে।।