তুমি আরও কিছুক্ষণ আনমনে হারাও ঐ অসীম দিগন্তে এ পড়ন্ত বিকেলে
তুমি আরও কিছুক্ষণ হারাও ভুলে আমাকে যখন তোমার খোলা চুলে সুর বেধে কবিতারা হয় গান।।
তুমি ফিরে দেখোনা এদিকে আর আলো হয়ে কোনো সন্ধ্যায়,আমার সব আধারগুলো যে হারাবে প্রাণ
এ ধুলোমাখা শহরের ধূসর দেয়ালে বিষন্ন দেয়ালিকাগুলো যে তোমার বিচ্ছেদেরই প্রতিদান।।
আমি ভাবি কখনো তোমায় অলস একঘেয়ে সময়ে, ভেবে দেখি তোমার অনুসন্ধানী মগজে
সেই সময় যে হারায় তার গতি, যখন তোমার ঐ ঠোঁটের কোণে আমি হারাই সব অভিমান।।
ফিরে আসো তুমি যদি ঐ আনমনে হারানো দিগন্তের মায়া ত্যাগ করে,ফিরে আসো যদি আমার এ অবান্তর কাল্পনিক প্রান্তরে
সময় হয়তো ফিরে পাবে তার মিষ্টতা চিরচেনা চাঞ্চল্যে, কোনো ধোঁয়া ওঠা পেয়ালায় চায়ে ভেজা ঠোঁটে
সে সময় হয়তো ফিরবে সুসময়ের ঘ্রাণ ধারন করে, যে সময় কাটছে সিগারেটের এ নষ্ট ছাইয়ে।।
হয়তো,নতুবা, কিন্তু, অথবা সবই যাবে তখন বৃথা যখন বৃথা হবে সব অভিমান, ক্ষোভ আর দায়
যখন ছন্দ ফিরবে প্রেমের কবিতায় সুবাস ছড়িয়ে, এ গদ্যের জীবনে কোনো অজান্তে।।
[কল্পনা অবান্তর -৩]
Tayeeb Hossain