আমার এ মন যে চেয়ে থাকে এখনো বিস্ময়ে, তোমার চোখে নগ্ন দৃষ্টিতে
কত সময় যে কেটে যাচ্ছে অসময়ে অবলীলায় এ বিস্মৃতির অঝোর বৃষ্টিতে।।
আমার সব মিথ্যেরা এখনো সত্য খুঁজে বেড়ায় তোমার ঠোঁটের শঙ্কিত স্পর্শেতে
সব বিষাদ মুছে যাচ্ছে না পাওয়া ইচ্ছায় তোমার ঘ্রাণের মাদকতায় বিভ্রমে।।
হে বর্ষার কালো মেঘ, তুমি বৃষ্টি হয়ে ঝড়ো এ মনের বিষন্ন নগরীতে
জাগিয়ে তুলো আমায় আবারো পুরোনো কোনো ছবি হয়ে, জাগিয়ে তুলো স্নিগ্ধতার অনুভূতিতে।।
কত সময় যে কেটে গেছে তোমার স্মৃতির কল্পনার অবান্তর ভ্রমেতে
অবাক এ আমার ভালোলাগা এখনো যে গেঁথে আছে তোমার খোঁপাতে।।
তুমি যখন আনমনে হারাও কোনো অজানা বিষাদে, ঝড় উঠে আমার নিঃশ্বাসে
হাজার খানিক যুদ্ধ বেধে গেছে কাল্পনিক প্রান্তরে তোমার হাসির আবেশে।।
হে অসীম অতল সময়,তুমি চলে যেওনা তার সব স্মৃতিকে সঙ্গে নিয়ে
জমা রেখে যা-ও কিছু আমার জন্য, জমা রাখো তাদের এ অবান্তর কল্পনার সিন্দুকে।।