কোনো এক পূর্নিমার রাইতে মাঘের আর চারটা দিন ছিলো বাকি
শেষ মাঘের বৃদ্ধ কুয়াশায় খোদা যে মোহনিদ্রার ঘ্রাণ মিশাইলো
তোর মন যে নাপাক তবু সেথা আযানের সূর বাঁধাইলো
যে আযানের সুরে তুই পৃথিবীতে আইসিলি সেই আযানেই তোরে ফিরাইলো।
এই আযানের ডাকে কয়বার শির ঠেকাইলি তাঁহার দরবারে সেই হিসাব মনে কি আইলো?

আজ থেইকা সত্তর বসর আগে তরে ছুটিতে পাঠাইসিলো তোর খোদা
সাথে দিসিলো এক অমূল্য রতন নাম তার মনুষ্য আত্মা।
আজ ফেরার কালে মনে কি পরে কতটুকু যে তার রাখলি যতন?
তুই যে শুধুই করলি অবহেলা লুটায়ে দিয়া সব করলি সেই আমানতের খিয়ানত।।

ছুটিতে পাঠানোর বেলায় খোদা কইসিলো তরে ফিরা আইতে তাড়াতাড়ি
সঙ্গম,সুরা আর সরস্বতীর বানে ফাইসা তুই সময়ই খালি বাড়াইলি।
শেষে সঙ্গমের শেষ না তুই পাইলি,সুরার পেয়লাও মাটিতে টুটাইলি,একদিন শরতের শেষে সরস্বতীর মূর্তিও জলে ভাসাইলি।।

ফিরার কালে মনে পড়লো তোর অধম কি যে তুই হারাইলি
যে আমানত  খোদা দিসিলো রাখতে যতনে সেই আমানত তুই যে হারাইলি
শেষ বেলায় যে কেবল খিয়ানতের কালিমা লাগাইলি সে যে তুই ভাবিয়া না দেখেলি।।