এ লোক দেখানো জোছনায় আটক হোক তোমার সব ক্লান্তির ঘুম
ধার করে পাওয়া চাঁদের আলোয় আঁধার হও তুমি, পড়ুক রাতজাগার ধূম।।
জীবনচক্র নামক অপয়া অজয়া বিষক্রিয়ায় যখন অপমৃত্যুতেই সুখ
তখন "অপ" বাদে "উপ" বসিয়ে দর্শকসমালোচকদের তৃপ্ত করে উপসংহার টানুক মৃত্যুদূত।।
এ পৃথিবী যেন এক বৃদ্ধ বানর আর  তুমি আমি তার লোমে মাঝে লুকিয়ে থাকা উঁকুন
তুমি নেই, আমি নেই,থাকবেনা কিছুই থাকবে শুধু কিছু স্মৃতিভ্রঙ্ষ কাল্পনিক শকুন।।
এ অসীম যাত্রায়, অধীর অপেক্ষায়,আপেক্ষিক সুখ হোক আমাদের পরম অসুখ
পরিশেষে জয় হোক নৈরাশ্যের, জয় হোক অপমৃত্যুর, জয়ী হোক এ মনের বিসুখ।।