ঘুমের সাথে এ দ্বন্দ্ব আমার আর মিটলো না,শান্তি চুক্তির দলিলটা যে চুরি হয়ে গিয়েছে অনেক আগেই।
এ ঘড়ির কাঁটা ফিরলো না যে আর পুরোনো চাঞ্চল্যে,সময় কাটছে ঠিকই তবে আমি যে থেমে আছি সেই।।
এ কোন স্মৃতির চোরাবালিতে আটকে আছি আমি?
এ কোন মায়া শিকলে বেঁধে রেখেছি নিজেকে??

ঘুম নামক মহৌষধ যার আঁচলে নিজেকে লুকিয়ে হারিয়ে গেছে,
ঘড়ির কাটা যার অপেক্ষায় ক্ষীণ করেছে নিজের গতি,
সে যে আর নেই, হারিয়ে গিয়েছে ঠিকানাহীন চিঠির খামে।।

সে হয়তো কোনো উত্তরের শহরে উত্তুরে কোটায় পাওয়া অগ্রিম শীতে হয়ে আছে ম্লান
তবে কেন এই হিমেল হাওয়া আমি পাই তার ঘ্রাণ?
তাকে ছোঁয়া হয়নি বহুদিন, হয়তো সে অধিকার এখন অন্য কারো কাছে কোনো কাবিননামায় বন্দি
তবে কেন এ শিশির সেই অতি প্রিয় "তুমি" হয়ে ছুঁয়ে দেয় আমায়?
একি আমার অবচেতন মনের নিজেকে পুড়ানোর লোভ নাকি দীর্ঘদিন জমে থাকা মেঘের বৃষ্টি না হতে পারার ক্ষোভ??