আমাদের আবার হয়েছিল দেখা এই শহরেরই এক যান্ত্রিক রাস্তায় নিয়তির বাঁকে
যে রাস্তায় তুমি আমি দু'জনই ছিলাম তবে ছিলাম এমনই যেন কখনোই না ছিলাম একসাথে।।
আসলে শহরটা খুবই ছোট যতই চাই দূরে চলে যেতে যাওয়া আর হয় না।
এ পথে আমি থাকি সারাদিন এখানেই আমার বাড়ি তবে তুমি ফিরে দেখো না কখনো পথহাটো তাড়াতাড়ি।
কিন্তু আমি থেকে যাই পিছিয়ে পড়াদের স্রোতে অপেক্ষায় তোমার পথ চেয়ে যদি কখনো খুঁজে পাই দুটি বাদামি চোখের রহস্যময় দৃষ্টি
যদি পাই এই হাজরো বিষাদমাখা মুখ আর অর্থচিন্তার শিকলে বন্দী জনপদে এক চিলতে আলোর বৃষ্টি।
কবি বলেন ঘৃণা এক বড় অদ্ভুত আবেগ
তুমি ভালোবাসা তো ভুলে যাবে তবে পারবেনা ভুলতে ঘৃণা
আমার সেই ঘৃণাটাই চাই।
ভালোবাসার চিঠি নাহয় হারিয়ে গেছে কোনো ভুলে ঘৃণার প্রাপক তাই আজো আনমনে ঘুরে।
কারণ আমার তোমার ঐ ঘৃণাটুকুই চাই।।