ফিরে দেখ ঐ জং ধরা হাতঘড়িতে
পেলে পেতেও পারো সুসময়ের ঘ্রাণ
যখন কিছু অসঙ্গায়িত ভালোলাগায়
পাথরেও জাগত প্রাণ।।
ফিরে দেখ ঐ ছেড়া ক্যালেন্ডারটা
তুমি দেখতে পাবে দুটি অবুঝ মনের অপেক্ষা
পাবে দেখতে কিছু সংকোচময় আলাপন
আর কিছু নিষিদ্ধ উচ্ছাস।।
ফিরে দেখ ঐ পুড়ে যাওয়া ডায়েরির পাতায়
যদি সেগুলো কথা বলতে পারত তবে জানতে
অপ্রকাশিত কথাগুলোও হতে পারে কত অর্থপূর্ণ
যখন নির্ঘুম রাতের বর্ণনায় ছিল প্রশান্তির ঘুম।।
ফিরে দেখ সে সময়ে যে সময়ে ছিল প্রাঞ্জলতা
যে সময়ে আমরা ছিলাম একে অপরে আত্মহারা
সে সময় মহাকালের চিতায় ছাই হয়ে মিশে গেছে
হতাশায় তাই এই অপ্রাসঙ্গিক কথা বলা।।