হারিয়ে যাওয়ার ইচ্ছেগুলো হারিয়েছে অনাদরে, অভিযোগ নিয়ে অজানা অসীমে
যেন মৃত্যু নিজের মৃত্যু-ভয়ে ভীত হয়ে পালিয়ে বেড়ায়,আশ্রয় খুঁজে জীবনের মাঝে।।
মহাকালের স্রোতে ভেসে যাওয়া কিছু সময় দাগ কেটে গিয়েছে চেতনার গহীনে, সুনিপুণ আঁচড়ে
কিছু কথা নিজেকেই শুনে যায় অবিরাম একাকিত্বে,অব্যক্ত থাকে কোনো এক মোহে।।
আজ মানুষ যা নই আমরা,আজ সবাই যারা মেতেছে আনন্দে দুঃখ লাভের সন্ধ্যায়
আজ আমরা গড়েছি শত সম্পর্ক এ আপেক্ষিক জগতে নষ্ট করে নিজের পরম আত্মা।।
অনেক কথা এভাবে জীবন অর্থ খুঁজে পায়,হারিয়ে গিয়েও ঘরে ফিরে যায়
থেমে যাওয়া নদীর পাড়ে নিজেকে হারায় প্রতিদিন এ ধোঁয়া অমৃতের ছাইয়ে।।