সাদা কালো আধভাঙা এ দেয়ালে তোমরা দেখে যাও কালো রক্তের নিকষ মানচিত্র
দেখে সবাই,দেখে যায় তবু থামে না কেউ,করেনা কেউ কোনো প্রশ্ন।।
শরীর নামক এ দেয়ালের প্রতিটি শিরায় শিরায় যে নীল বিষ ফাটল ধরিয়ে দিয়েছে
ধসে যাচ্ছে ইট গুলো, ঝরে পড়ছে সব,মিশে যাচ্ছে সব ধুলোয়।।
এ বিবর্ণ দেয়ালে রঙিন বলতে আছে শুধু কিছু স্মৃতি, আছে কিছু পরিচিত হাসিমুখ, আর আছে এ কবিতার নোটবুক
তবু সব আনন্দ, সব উল্লাস,সব অনুভূতি, সবকিছু যেন শেষে মুছে যায় গ্রাস হয়ে এ ভুল জীবনের শোকে।।
ছিন্ন করে দেয়, নষ্ট করে দেয়,নিঃশেষ করে সব আশাকে প্রতিক্ষণে এ মস্তিষ্কের অসুখ
তাই এ দেয়াল ধুলো হতে চায়,মৃত্যুর মাঝেই খুঁজে পেতে চায় সুখ।।