আমি এমন দেশ চাই, যে দেশে থাকবে না কোনো রাজা-প্রজা, জনগন ধরবে দেশের হাল
যে দেশে গনতন্ত্র হবেনা আর মূর্খের শাসন, সুশাসন থাকবে চিরকাল।।
আমি এমন দেশ চাই, যে দেশে রক্ত ঝড়বে না আর কোনো নিষ্পাপের
যে দেশে প্রতিবাদ হবে নির্বিঘ্ন,যেখানে পাবে সবাই পাবে সমান সুযোগ,জনমতই হাতিয়ার।।
আমি এমন দেশ চাই, যে দেশে অন্যায়ের শাস্তি হবে নিশ্চিত, আইন হবে জোরদার
যে দেশে স্থান পাবে না কোনো খুনি, চাঁদাবাজ, ধর্ষক নামক জানোয়ার।।
আমি এমন দেশ চাই, যে দেশে ধর্মের নামে হবে না কোনো প্রতারনা, হবেনা দাঙ্গা
যে দেশে ধর্মের কাজ হবে নিজেকে নিয়ন্ত্রণ অন্যের হক কেড়ে নেওয়া না।।
আমি এমন দেশ চাই, যে দেশে সংখ্যালঘু,উপজাতি নামক থাকবে না কোনো বিভাগ
যে দেশে সবার পরিচয় একটাই হবে,জাতীয়তাবাদ জাগবে,জাগবে সবাই হয়ে "বাংলাদেশী"।।
আমি এমন দেশ চাই, যে দেশে একই রাস্তায় সৌন্দর্য ছড়াবে বোরকা ও শাড়ি
যে দেশে প্রতিপক্ষ নয় পরিপূরক হবে পুরুষ এবং নারী।।
আমি এমন দেশ চাই, যে দেশে হবেনা কোনো শ্রমিক শোষণ, হবেনা গরিবকে লুন্ঠন, হবেনা কোনো দুর্নীতি
যে দেশে আত্মবিবেককে জাগ্রত করে সমাজ এক হয়ে কাজ করবে দেশকে এগিয়ে নিতে।।

সে দেশ হবে কবে, সে দেশ কি আদাওই পাবো?
তবে বুলেট আর রক্ত আর দেওয়া হবে না যেতে বৃথা
সুদিন আসবে, আসবে সুখ,আসবে আঁধার ভেঙে আলো।।