গতকাল ডাস্টবিনে কুড়িয়ে পাওয়া নবজাতকটা কখনো বার্ধক্য দেখতে চায়নি তাইতো জন্মের সময়েই পৃথিবী ত্যাগ করেছে।
আমার দৃঢ় বিশ্বাস সে এখনো এটাই বিশ্বাস করে।।
শুনেছি শহরে নাকি হারকিউলিস এসেছে তবে মানুষের নফসের হারকিউলিস বহু আাগেই মরেছে তাই শহরে আজ ধর্ষিতার জীবন্ত লাশ বেড়েছে।।
কালের বিবর্তনে দায় একটা অনেক ভারী শব্দ তাই সবাই নাকি এখন উপহার হিসেবে দায় দিয়ে বেড়ায়।
অথচ কেউ ভদ্রতা দেখাতে দায়টা নিতে চায় না।।
একবিংশ শতাব্দীতে বড় দালান কোঠা নাকি সমৃদ্ধির প্রতীক তাই কংক্রিটের পাহাড়ে জীবন গড়ে মানুষ আজ মৃত্যুর খোঁজে নাকাল
পথশিশু মিলির মা ছিলো না তাই বড় করেছেন বোবা পিতা কুদ্দুস মিয়া তাই ইশারাই তার একমাত্র পিতৃভাষা
সে ইশারার প্রয়োগ দেখেছিলাম পতিতা পল্লীর গলিতে যদিও দেহ বিক্রির বঞ্চনা জানানোর কোনো ইশারা নাই।
দ্রবয়মূল্যের কথা নাই বলি তা সাংসারিক বন্দীদের বিষয় তবে সিগারেটের দামটা নিয়ে সন্তুষ্টি কখনো আসে নাই
সন্ধ্যার শেষে তাই তারকার কাপড় গায়ে জড়িয়ে সান্ত্বনা দেয় দুঃস্থ আকিজ ভাই।
আমার এ গল্পগুলো লাগবেনা স্বাদের আজ কেননা সুস্বাদু মসলাদার গল্প বলা সাংবাদিকদের কাজ।।
ভাঙ্গা পুলের ধারে বাঁশি বাজায় এক বয়স্ক কবিরাজ লোকে তাকে পাগল ডাকে কারণ তারা পাগলামি বোঝে না
পরিশেষে সে হেমিলনের বাঁশিওয়ালা আর আমরা দৌড়ে বেড়াই হয়ে বিভ্রান্ত পাগলা ইদুরের দল।