এ জীবন যেন বিদায়ের এক সুশৃঙ্খল ক্রম, যেখানে পথিক আমি করছি শত বিদায়ের ভ্রমন
ভাসছে স্মৃতি ধোঁয়ায়, অঙ্গার করে অনুভূতি, মৃত মস্তিষ্কের গন্ধ ছড়িয়ে, গায়ে জড়িয়ে সময়ের কাফন।।
একটি ভাঙাচোরা টং দোকানের  স্যাঁতস্যাঁতে দেয়ালে জন্মেছে কিছু আগাছা
তারা শোনায় আমাকে তাদের গল্প,ভাগ বসায় আমার এ সস্তা সিগারেটের তেতো ধোঁয়ায়।।
আমি তাদের বলি এ যান্ত্রিক পৃথিবীতে মানুষ কখনো মানুষের জন্যে জন্মায় না
তাই আমি নিজেই বন্ধু হয়ে শুনি আমার কষ্ট আবার শত্রু হয়ে করি নিজেকে নষ্ট।।
প্রাণহীন, মূল্যহীন জড় বস্তুতে আমি আয়না খুঁজে পাই যেখানে দেখতে পাই নিজেকে
এভাবে সম্পর্কের সব মায়াজাল ভেঙে আমি হেটে যাই এ অস্তিত্ব রক্ষার মিছিলে।।