আজ ১৪ই ফেব্রুয়ারি,পহেলা ফাল্গুন,বসন্তকাল
শেষ কবে বসন্ত এসেছিল মনে নেই আমার অপেক্ষায় আছি তার যেন অনন্তকাল।
শেষ চিঠিতে তুমি জানতে চেয়েছো কেমন আছি আমি।
উত্তরে কি বা বলা যায়- বলতে হয় ভালোই আছি আমি।।
জীবন চলছে তার গতিতে বয়সের ছাপ পাক ধরিয়েছে চুলে।
তবে আজ অনেকদিন পর কেন যেন উত্তরের পাষাণ হাওয়াটা আর কষ্ট দিচ্ছে না।
কারণ আজ নাকি বসন্ত এসেছে এ শহরে
তাই বলতেই হয়- ভালোই আছি আমি।।
তোমার বার্তাবাহক যাকে আদর করে আামি নাম দিয়েছি 'আঁধার '
সে কাল এসেছিল।
যাওয়ার বেলা কানে কানে কি যেন বলে গিয়েছিল।
তাকে এতটা বিশ্বাস না করলেও পারতে তুমি!!
যাইহোক তোমার সহজ প্রশ্নের জটিল প্রতুত্তর নাহয় আজই দেই।
"হ্যাঁ,এখনো তোমাকেই ভালোবাসি। বলতে পারো আগের থেকে কম নয় তবে কিঞ্চিৎ বেশিই। তবে পার্থক্য এই যেএখন আর প্রতিদিন বলা হয় না কতটা বেশি যে ভালোবাসি। "
কারণ জানতে চাও??
কারণ আজ ১৪ই ফেব্রুয়ারি,পহেলা ফাল্গুন,বসন্তকাল
উত্তরের অপেক্ষায় আছি যেন অনন্তকাল।।।