বারো মাসের বারো ফুল
মোঃ তৈয়বুর রহমান

বারো মাসের বারো ফুল ফুইটা থাকে ডালে,
বাংলার মাটি রাঙায় তারা রঙের উজান জ্বালে।
বৈশাখ আসে কদম ফুলের হাসি মুখের মেলা,
জ্যৈষ্ঠে আমের মধুর গন্ধে মাতাল প্রাণের খেলা।

আষাঢ় জুড়ে কেয়ার গন্ধে বৃষ্টির সাথে সুর,
শ্রাবণে শিউলি ঝরে, বাতাসে জাগায় মধুর।
ভাদ্রের রাতে চাঁপা ফুলের ছোঁয়া মেলে ঘ্রাণ,
আশ্বিনে কাশফুল দোলে, জুরায় মন প্রাণ।

কার্তিকে গন্ধরাজের সুবাস করে মাত,
অগ্রহায়ণে সোনার চম্পা আনে হৃদয়তাত।
পৌষের শীতে গাঁদার রঙে শোভা পায় বাংলার মাঠ,
মাঘে পলাশের রক্তিম ছোঁয়ায় জাগে নতুন গান।

ফাল্গুন আসে কৃষ্ণচূড়ার আগুন ঝরা শিখায়,
চৈত্র শেষে রঙের খেলা হয়ে মেলায়।
বারো মাসে বারো ফুলে সাজে মাটি-মা,
বাংলার রূপে হারায় যে মন, ফিরে আসতে চাই না।