---
জুলাইয়ের রক্তিম ভোর, ইতিহাস লিখে গেল,
সত্যের মশাল হাতে, বুলেট বুকে খেল।
রাজপথ ভরা প্রতিবাদে, জেগে ওঠে বাংলার প্রাণ,
সেই ক্ষণে হার মানেনি সাহসী জনতার গান।
পথে পথে রক্তের ধারা, মিশে গিয়েছে ধুলোয়,
স্বাধীনতার চেতনাতে ঝরল প্রাণ অগণিত মুলোয়।
স্বৈরাচারী হাসিনার ছায়া, ছিল ভয়ের অন্ধকার,
১৫ বছরের শাসনে কত প্রাণ গেছে হার।
১৫টি বছরের সেই স্বৈরাচারী হাসিনা,
মিথ্যা মামলা দিয়ে, অত্যাচারের আঘাত হেনেছে কত গুণি আলেমদের।
কত প্রাণ গিয়েছে, কত আলেম শহীদ—
কাউকে হিসাব দেবার নেই, তাদের আত্মত্যাগের মাধুরী।
আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিম—তারা আজ ইতিহাস,
তাদের ত্যাগেই জ্বলবে দীপ, করবে দূর দাসত্বের বাস।
নাম না জানা হাজারো জন, শ্রমিক, ছাত্র -জনতা শহীদ,
তাদের রক্তে সিক্ত মাটি, বয়ে আনল এক নীতি।
মাটির বুকের ভিতরে বেঁচে রইলো বীরের চিহ্ন,
যারা ত্যাগ করে গড়েছে স্বাধীনতার রূপান্তরিত সীমানা।
সকল শহীদের রক্তে সিক্ত বাংলার ভ্রান্তি,
অথচ তা থেকেই উদিত হবে সত্যের নতুন রূপান্তর।
মুক্তির শ্বাস যেন আরও গভীর, আরও দৃঢ়,
হাতে হাতে শপথ নেবে, ভাঙবে প্রতিটি শৃঙ্খল,
বাংলার প্রতিটি গ্রামে গাওয়া হবে এক নতুন গান,
অথবা হয়তো, নতুন শপথে, হেঁটে যাবে এক নতুন কাঁটাতার।
শোষণ-জর্জর বাংলার মাটি, উঠবে জেগে আবার,
এই অভ্যুত্থানের ঢেউয়ে বাঁধব নতুন উদ্দাম পার।
জুলাইয়ের শহীদেরা যেন বলে যায় একটুখানি,
সত্য আর ন্যায়ের পথে এগিয়ে চল বাংলার বাণী।
---