---

  

রাত্রি শেষে ভোরের আলো,
নতুন দিনের নতুন আলো।
অতীত ভুলে পথের বাঁকে,
স্বপ্নেরা সব ডানা মেলে।

আসছে যে নতুন বছর,
ভুলে যাও সব দুঃখ-জ্বালা।
গড়ো জীবন নতুন করে,
জাগাও মনে আশার আলো।

পুড়েছে যত দুঃখের প্রদীপ,
আলোর ছোঁয়া স্বপ্নের রাজ্য।
ঘুম ভাঙিয়ে বলছে ভোর,
"জেগে ওঠো, করো নবজাগরণ।"

চলার পথে যত বাধা,
ছিন্ন করে গড়ো মঞ্চ।
জীবন হলে সুরের বাঁশি,
তাতে ভরো আশার রাশি।

বিপদের মাঝে সঙ্গী যে আশা,
তার জ্বালানী হতে চল,
নতুন বছরের শপথ নিতে,
মুখে হাসি, হৃদয়ে বল।

আজকের অন্ধকারে পথ হারাবে না,
নতুন দিনের ঝলমলে আলো।
অধিকার পাবে ফিরে তুমি,
যতই আসুক, বাঁধা-বিপত্তি।

একসঙ্গে হাতে হাত রেখে,
সমাজে বদল আনবো আমরা।
বিশ্বাস রাখো, তুমিও পারবে,
পৃথিবী বদলাবে আমাদের ছোঁয়ায়।

জীবন যখন সুরের মঞ্চ,
আশার রেশে সুর বাঁধো।
শুরু হোক এক নতুন যাত্রা,
আসছে নতুন বছরে।


---‌